A place of faith, devotion, and community
আজ থেকে ছয় দশকেরও বেশি বছর আগে, বাংলা ১৩৬৭ সালে যে পথে যাত্রা শুরু, সেই পথে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের আশীর্বাদকে পাথেয় করে আমরা এতদূর চলে এসেছি। খড়ের চালের মন্দির থেকে পাকা ছাদ , তারপর থেকে আধুনিক পাকা মন্দির তৈরি হয়ে গেছে। সেই সময় যে যোগাযোগের মাধ্যম ছিল এখন মানুষ কয়েক ধাপ এগিয়ে যোগাযোগের (বৈদ্যুতিন জগতে) ডিজিট্যাল ওয়ার্ল্ডে প্রবেশ করেছে। মহাপ্রভুর ইচ্ছায় আমরাও এখন ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করতে চাই। সেই কারণে আমাদের এই ওয়েবসাইটটির উপস্থাপনা।
জয় শ্রী রাধাকৃষ্ণ।। জয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু।।